ভারতে থাকা আফগান ছাত্রছাত্রীদের পাশে থাকার উদ্যোগ এসএফআইয়ের। এসএফআইয়ের পক্ষ থেকে শনিবার কেন্দ্রীয় সরকার এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করা হয়েছে, আফগানিস্তান থেকে যে সমস্ত ছাত্রছাত্রী ভারতে পড়তে আসেন, তাঁদের জন্য অবিলম্বে ভিসার ব্যবস্থা করা হোক। যাতে তাঁরা ভারতে ফিরে এসে নিজেদের পড়াশোনা সম্পূর্ন করতে পারেন।
প্রতিবছর আফগানিস্তান থেকে বহু ছাত্র-ছাত্রী ভারতে পড়তে আসেন। আগত ছাত্র ছাত্রীদের মধ্যে সিংহভাগই দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। শনিবার, এসএফআইয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ভিপি শানু এবং সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।
বিবৃতিতে বাম ছাত্র সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে তালিবানের দখলে থাকা আফগান ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবেন। আবেদন পত্রে বলা হয়েছে, বহুসংখ্যক ছাত্রছাত্রী লোকডাউনের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দেশে ফিরে গিয়ে অনলাইন ক্লাস করছেন। অনেকে নতুন ভর্তিও হয়েছেন। কিন্তু সম্প্রতি আফগানিস্তানে যে পরিস্থিতি তাতে তাঁরা নিজের দেশে থেকে পড়াশোনা করতে পারবেন না। আফগান ছাত্রছাত্রীদের জন্য সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন অবিলম্বে ভিসার ব্যবস্থা করে তাঁদের ভারতে ফিরিয়ে আনে।
উল্লেখ্য, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-এর কাছে একই আবেদন জানানো হয়েছে। JNU-এর ছাত্র সংসদের তরফে জানানো হয়, ইতিমধ্যেই একাধিক আফগান ছাত্র এই সংকটে সাহায্যের জন্য তাঁদের কাছে আবেদন জানিয়েছেন। ঐশী ঘোষদের অভিযোগ, দিল্লির অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আফগান ছাত্রদের জন্য ভিসার ব্যবস্থা করতে উদ্যোগী হলেও JNU কর্তৃপক্ষ এখনও কোনও পদক্ষেপ নেয়নি। তাঁরা পুনরায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানা যাচ্ছে।
Comments are closed.