শেষ বেলায় জমজমাট চলচ্চিত্র উৎসব, হাজির শাবানা আজমি, ঘোষণা করবেন আনুষ্ঠানিক সমাপ্তি

শেষ বেলায় জমে উঠেছে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবারই শেষ দিন। উৎসবের উদ্বোধনের পর দিন যত এগিয়েছে ততই চলচ্চিত্র উৎসবকে ঘিরে সিনেপ্রেমী দর্শকদের উৎসাহ এবং উন্মাদনা বেড়েছে। প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় উপচে পড়েছে। পাস জোগাড় করে ঘণ্টা পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে প্রেক্ষাগৃহে প্রবেশ করেছেন দর্শকরা। দেখেছেন দেশ-বিদেশের নানান ক্লাসিক, বিখ্যাত ছবি এবং নতুন সিনেমা। এই উন্মাদনা শেষ হতে চলেছে শুক্রবার। বলা যেতে পারে সিনে প্রেমী দর্শকদের মন খারাপ করে এবারের মত শেষ হতে চলেছে চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবে আসেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমি। তাঁর বাবা কাইফি আজমির উপর নির্মিত ছবির এদিন প্রদর্শন ছিল নন্দন প্রেক্ষাগৃহে। সুমন্ত্র ঘোষাল পরিচালিত এই ছবি দেখার জন্য দর্শকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। শাবানা এদিন এই ছবি ও তার বাবার বিষয়ে কথাও বলেন। শুক্রবার তাঁর উপস্থিতিতেই শেষ হবে এবারের চলচ্চিত্র উৎসব।

বিদায়ের ঘণ্টার মাঝেও বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসব সাক্ষী থাকল একাধিক কিছু ঘটনা এবং কিছু বর্ণময় মুহূর্তের। এদিন জমজমাট ছিল নন্দন চত্বর। শিশু দিবস উপলক্ষে এদিন ছোটদের বিশেষ কিছু ছবির স্ক্রিনিং হয় শিশির মঞ্চে। এছাড়াও নন্দন চত্বরজুড়ে এলইডি স্ক্রিনে দেখানো হয় কার্টুন। এদিন শিশির মঞ্চে প্রদর্শিত চারটি ছবির মধ্যে তিনটি ছবিই ছিল ছোটদের জন্য। শিশির মঞ্চের বাইরে দেখা মিলেছে বিভিন্ন কার্টুন চরিত্রেরও।

Comments are closed.