বিহারে ভোটের দিন ঘোষণার পর এবার নজরে বাংলায় এসআইআর নিয়ে তৎপর হল কেন্দ্র নির্বাচন কমিশন। ভোটের আগেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেল। এসআইআর এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এল নির্বাচন কমিশনের বিশেষ টিম। মঙ্গলবার এই টিম বাংলায় এসেছে। উত্তরবঙ্গ বাদ দিয়ে রাজ্যের সব জেলার সঙ্গে মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্স করেন কমিশনের আধিকারিকরা।
এদিকে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, একজন ভোটারের নাম বাদ দিলে তীব্র প্রতিবাদ আন্দোলন হবে । নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে এনআরসি করতে চাইছে যা মেনে নেওয়া হবে না।
এদিকে এদিন নির্বাচন কমিশনের তরফে কোলাঘাটে মিটিং করে জানানো হয়েছে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এসআইআর।
Comments are closed.