স্পিকার: ভবিষ্যতে রাজ্যপাল স্বেচ্ছায় বিধানসভায় আসতে চাইলে, কারণ জানতে চাওয়া হবে 

নতুন মোড় নিল রাজ্য-রাজভবন সংঘাত। বুধবার বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি সাংবাদিকদের বলেন, ভবিষৎ-এ রাজ্যপাল বিধানসভায় আসতে চাইলে, বিধানসভার কর্তৃপক্ষ তার কারণ খতিয়ে দেখবে। 

সংঘাতের সূচনা ২৫ জানুয়ারি। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল দিতে আসেন রাজ্যপাল। সেখানেই রাজ্যকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, রাজ্যে আইনের শাসন নেই। গণতন্ত্র ভেঙে পড়েছে। স্পিকারের বিরুদ্ধেও কড়া সমালোচনা করেন তিনি। 

রাজ্যপালের মন্তব্যের পাল্টা দেন বিমান ব্যানার্জিও। তিনি বলেন, রাজ্যপাল বিধানসভায় এসে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি রাজ্যপাল রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছে বলেও দাবি করেন স্পিকার। যার জেরে ফের একবার রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘতের আবহে তৈরি হয়। আর এই আবহেই নতুন মাত্রা যোগ করলেন স্পিকার। 

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ২৫ জানুয়ারি ওঁর ইচ্ছেকে মর্যাদা জানিয়ে আমার ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি উনি একে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য ব্যবহার করবে। তারপরেই বিমান ব্যানার্জি বলেন, রাজ্যপালের কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এরপর থেকে উনি নিজে ইচ্ছেয় বিধানসভায় আসতে চাইলে, কি কারণে আসতে চাইছেন তা বিধানসভার কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। 

Comments are closed.