মেট্রোতেই পালিত হবে রাখি বন্ধন উৎসব, জনসংযোগ বাড়াতে নয়া উদ্যোগ

এই বছর রাখি বন্ধন উৎসব বৃহস্পতিবার। আর রাখি উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে মেট্রো। এবার মেট্রোতে পালিত হবে রাখি। ওই দিন বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের হাতে বাঁধা হবে রাখি। রাখি পরানোর পর খাওয়ানো হবে মিষ্টি। এইজন্য এক হাজার লাড্ডুর আয়োজন করা হয়েছে। তবে এই উদ্যোগে মেট্রোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে একাধিক বেসরকারি সংস্থা।

মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ, এসপ্ল্যানেড, ময়দান, কালীঘাট, দমদম, সেন্ট্রাল, করুণাময়ী, শ্যামবাজার এবং কবি নজরুলের মতো স্টেশনগুলিতে রাখি উৎসবের আয়োজন করা হবে। জনসংযোগ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে মেট্রো বলেই জানা গিয়েছে। রাখি বিতরণ করা হবে মেট্রোর তরফেই। সেই রাখি যাত্রীরা একে অপরের হাতে বেঁধে দেবেন। এবার যাত্রীরা চাইলে মেট্রো কর্মীদের হাতে ও বেঁধে দিতে পারবেন রাখি। সেই ক্ষেত্রে মেট্রো কর্মীরাও যাত্রীদের হাতে বেঁধে দেবেন রাখি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই জানা গিয়েছিল, দীর্ঘক্ষণ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে যাত্রীরা গলা ভিজিয়ে নিতে পারবেন। স্টেশনেই মধ্যেই চালু হচ্ছে চায়ের দোকান। সেই দোকানে চায়ের সঙ্গে স্ন্যাকস ও পাওয়া যাবে। সেইমত ময়দান মেট্রো স্টেশনে চালু হয়েছে প্রথম চায়ের দোকান। এই বছর মেট্রোতে যাত্রীদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে রাখি বন্ধন করা হচ্ছে। এই ধারা প্রতি বছর থাকে কিনা সেটাই অপেক্ষার।

Comments are closed.