পর্যটনের মরশুম। এসময়ে অনেকেই পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। তবে এক সপ্তাহের বেশি সময় উত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে পর্যটকেরা দুঃশ্চিন্তায় পড়েছে। এবার পর্যটকেদের জন্য কলকাতা থেকে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর।
পরিবহন দফতর সূত্রে খবর, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত চারটি বাস চালানো হবে। একইভাবে শিলিগুড়ি থেকে কলকাতা আসার জন্যও অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রয়োজন পড়লে ডুয়ার্স পর্যন্তও অতিরিক্ত বাস চালানো হবে বলে এনবিএসটিসির তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে, হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রেল সূত্রে খবর, রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে, যে কারণে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
Comments are closed.