‘O2কু সবার’ উদ্যোগে চালু হল ২৫ বেডের সেফ হোম, উদ্বোধনে সৃজিত, আবীর
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি এবং টলি অভিনেতা আবীর চ্যাটার্জি
প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের পাশে থাকার। সেই কথা রাখলেন পরিচালক সৃজিত মুখার্জি। আমরি হাসপাতাল ঢাকুরিয়া এবং হিন্দুস্তান ক্লাবের সহযোগিতায় অক্সিজেন সরবারাহের পাশাপশি মেডিকেল সাপোর্টের জন্য ডাক্তার-নার্স, প্রয়োজনীয় ওষুধ সহ ২৫ টি বেডের সেফ হোম চালু হল ‘O2কু সবার’ তরফে।
সোমবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি এবং টলি অভিনেতা আবীর চ্যাটার্জি।
#O2kuShawbar 25 bed safe home with doctors, medicines, nurses and oxygen support in association with AMRI Dhakuria and Hindustan Club. Contact number – +91 33-40679129. pic.twitter.com/9eRzEvfUpN
— Srijit Mukherji (@srijitspeaketh) May 31, 2021
‘O2কু সবার’ উদ্যোক্তা পরিচালক সৃজিত মুখার্জি। এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত আছেন রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ, আবীর চ্যাটার্জি এবং চৈতালি বিশ্বাস। তাঁদের উদ্যোগে ১০ টা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায়। বন্দোবস্ত করা হয়েছে ভ্রাম্যমাণ অক্সিজেন অ্যাম্বুল্যান্সেরও। কলকাতা দিয়ে পথ চলা শুরু ‘O2কু সবার’। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে জেলায় জেলায় পরিষেবা দিতে পাড়ি দেবে ‘O2কু সবার’।
করোনার দ্বিতীয় ধাক্কায় বিধ্বস্ত বাংলা। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার আংশিক লকডাউনের পথ বেঁচে নিয়েছে। বর্তমানে চলতে থাকা ভয়ঙ্কর সময়ে সাধারণের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছেন বহু সহৃদয় মানুষ। তাঁদের মধ্যে অন্যতম পরিচালক সৃজিত মুখার্জি। সঙ্কটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় বহু প্রশংসা কুড়িয়েছেন পরিচালক।
Comments are closed.