জনস্বার্থ মামলার জের, পুরভোট নিয়ে এখনই কোনও বিজ্ঞপ্তি জারি করবে না তারা। হাইকোর্টে জানালো রাজ্য নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর হাওড়া এবং কলকাতায় বকেয়া পুরভোট হওয়ার কথা। প্রশাসনিক মহলে এমনটাই জল্পনা ছিল। তবে মঙ্গলবার হাইকোর্টে শুনানির পর পুরভোট নিয়েও ফের একবার অনশ্চিয়তা তৈরি হয়েছে।
রাজ্যে ১১২ টি পুরসভার নির্বাচন বকেয়া রয়েছে। ২০২০ তে করোনার জেরে পুরসভাগুলিতে নির্বাচন স্থগিত হয়ে যায়। বিধানসভা ভোটের পরই রাজ্যের তরফে উদ্যোগ নেওয়া হয় উপনির্বাচন মিটলে রাজ্যে পুরভোট করানো হবে। জানা যায়, দুটি বা তিনটে ধাপে বকেয়া পুর্নির্বাচন করবে রাজ্য নির্বাচন কমিশন। যার মধ্যে প্রথম ধাপে হাওড়া এবং কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা।
তবে এই দফায় দফায় ভোট করানোর সিদ্ধান্তে আপত্তি জানায় গেরুয়া শিবির। রাজ্য বিজেপির তরফে প্রতাপ ব্যানার্জি হাইকোর্টে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। রাজ্য বিজেপির অভিযোগ, ছয় মাসের বেশি সময় ধরে রাজ্যে সবকটি পুরসভার ভোট বাকি রয়েছে। তাহলে শুধু কলকাতা এবং হাওড়ার ভোটই আগে করানো হচ্ছে কেন?
মঙ্গলবার বিজেপির করা মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। শুনানিতে কমিশনের আইনজীবী জানান, যতদিন জনস্বার্থ মামলার শুনানি চলবে, পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোট নিয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Comments are closed.