ত্রিপুরায় বিজেপি ছাড়লেন সুদীপ রায় বর্মন, এবার কি তৃণমূলে? 

শেষমেশ বিজেপি ছাড়লেন সুদীপ রায় বর্মন। বিহুদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। সব জল্পনার অবসান করে সোমবার বিধায়ক পদ ছাড়েন সুদীপ। এবং তারপরই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। এদিন তাঁর সঙ্গে অপর এক বিজেপি বিধায়ক আশিস কুমারও দলত্যাগ করেন এবং বিধায়ক পদে ইস্তফা দেন। 

বহুদিন ধরেই বিজেপির বিক্ষুব্ধ নেতা হিসেবে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুদীপ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অন্যতম বিরোধী মুখ ছিলেন সুদীপ। ত্রিপুরা পৌরসভা ভোটের আগে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও সে সময় তিনি তেমন কিছু করেননি। তবে ত্রিপুরায় বার বার তৃণমূল আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিবাদ করেছেন সুদীপ ও তাঁর অনুগামীরা। এমনকি পুলিশকে চিঠি লিখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে অনুরোধ করেন। 

তাঁকে নিয়ে জল্পনার মাঝেই কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ। এবার সরাসরি দলত্যাগ করায়, জল্পনা দানা বেঁধেছে এবার কি তৃণমূলের পথে প্রাক্তন বিজেপি নেতা? যদিও এ নিয়ে সুদীপ এখনও কিছু জানাননি। 

Comments are closed.