সত্যনিষ্ঠার সঙ্গে সেদিনের বৈঠকের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছি। এরপর কেউ যদি মত বদল করে, সেটা তাঁর সিদ্ধান্ত। শুভেন্দু প্রসঙ্গে জানালেন তৃণমূল সাংসদ এবং মধ্যস্থতাকারী সৌগত রায়।
শুভেন্দু অধিকারী পর্বে তৃণমূলের হয়ে মিটমাটের দায়িত্বে ছিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। মঙ্গলবার রাতে তাঁর মধ্যস্থতায় বৈঠকে বসেন শুভেন্দু-অভিষেক। তারপর শুভেন্দুর দিক থেকে কোনও কথা বলা না হলেও, সৌগত রায় জানিয়ে দেন, সমস্যা মিটে গিয়েছে।
কিন্তু শুভেন্দু অধিকারী সৌগতর সঙ্গে সহমত নন। সেকথা তিনি সৌগত রায়কে জানিয়েও দিয়েছেন। তার প্রতিক্রিয়ায় সৌগত রায় বলেন, মঙ্গলবারের বৈঠকে যা যা হয়েছে সত্যনিষ্ঠার সঙ্গে তা সংবাদমাধ্যমকে জানিয়েছি। আমি কালই জানিয়েছিলাম শুভেন্দু পরে বলবে। এরপর কেউ যদি মত বদল করেন তাহলে তাঁর সিদ্ধান্ত।
তাহলে কি শুভেন্দু এপিসোডের সমাপ্তি? সৌগত রায় বলেন, আপাতত বৈঠকের কোনও সম্ভাবনা নেই। এবং এরপর এই বিষয়ে যা বলার শুভেন্দুই বলবেন। আমাদের আর কিছু বলার নেই।
Comments are closed.