সুপ্রিম কোর্টে খারিজ অর্ণব গোস্বামীর সিবিআই-আর্জি। পালঘর গণপিটুনির ঘটনা নিয়ে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে দায়ের মামলার তদন্ত করবে মুম্বই পুলিশই। জানিয়ে দিল বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।
মহারাষ্ট্রের পালধর গণপিটুনির ঘটনায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যে অভিযোগে বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। অর্ণব গোস্বামী সেই এফআইআরগুলো খারিজ করার আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আদালত রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর সেই আর্জি মেনে একটি এফআইআর বাদ দিয়ে বাকি সমস্ত অভিযোগ খারিজ করার নির্দেশ দিয়েছে। একটি মামলা, যা মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে, তা যেমন চলছে চলবে বলে জানিয়েছে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।
পাশাপাশি অর্ণব গোস্বামীর রক্ষাকবচের মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে অর্ণব গোস্বামী উপযুক্ত আদালতের দ্বারস্থ হতে পারবেন, পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
Comments are closed.