বামপন্থীদের সমর্থন চাইলেন শুভেন্দু, বললেন মিটিং-মিছিল করুন কিন্তু ভোটটা বিজেপিকেই দিন

বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কারের অকুণ্ঠ প্রশংসা করতে শোনা যায় শুভেন্দুকে

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিজেপির সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তৃণমূলের দিকে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন মন্ত্রীর। বামপন্থীদের বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান শুভেন্দু অধিকারী। বলেন, প্রমোদ দাশগুপ্তদের সম্মান করি। যে সমস্ত বামপন্থী বন্ধুরা লাল পতাকা কাঁধে মিছিল করছেন তাদের উদ্দেশ্যে বলছি, মিছিল-মিটিং করুন কিন্তু ভোটটা বিজেপিকেই দিন। না হলে আগামী পঞ্চায়েত ভোটে লড়তে পারবেন না। তৃণমূল ভোট করতে দেবে না। এদিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কারেরও অকুণ্ঠ প্রশংসা করতে শোনা যায় শুভেন্দুকে।

 

এদিন তৃণমূলেরও কড়া সমালোচনা করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা। তিনি বলেন, তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে।

 

লোকসভা ভোটের পর এখানে তৃণমূলের সব পার্টি অফিস বন্ধও হয়ে গেছিল। সেদিন কাউকে দেখা যায়নি। আমাকেই আসতে হয়েছিল। শুভেন্দুই তৃণমূলের পার্টি অফিস খুলেছিল। বলেন শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল সহ বিভিন্ন দল থেকে অনেকে বিজেপিতে যোগ দেন। তাদের হাতে পদ্ম পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী।

Comments are closed.