কোনও দিনই উত্তর ভারতীয়দের ভোট পাই না কিন্তু কাজ করে যাই, মন্তব্য তামিলনাড়ুর মন্ত্রীর

শেখর বাবু বলেন, DMK’এর বিধায়ক, সাংসদ সমেত যে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি সকলের জন্যই কাজ করতে বদ্ধপরিকর। এটাই দলের নীতি।

২০২১ বিধানসভা ভোটে উত্তর ভারতীয়রা আমাদের ভোট দেননি। কোনওবারই দেন না। কিন্তু তা বলে এটা ভাবার কারণ নেই আমাদের সরকার তাদের জন্য কাজ করবে না। আমরা ওদের নিজেদের লোক বলেই মনে করি। মন্তব্য স্ট্যালিন মন্ত্রিসভার দাপুটে সদস্য পিকে শেখর বাবুর।

প্রত্যাশিত ভাবেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। নেটিজেনদের একাংশও নিন্দায় সরব। পিকে শেখর বাবু তামিলনাড়ু সরকারে হিন্দু রিলিজিয়াস এবং অনুদান বিভাগের মন্ত্রী।

দক্ষিণ ভারতে বিজেপি-আরএসএসের উগ্র জাতীয়তাবাদী ভোটের বাক্সে সুফল আনতে পারেনি। দক্ষিণ ভারতের একাধিক রাজ্য বারবার হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। পাল্টা বিজেপি হিন্দুত্ববাদের রাজনীতি ছড়িয়ে দিতে চেষ্টা করেছে তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণের রাজ্যগুলোতে। এই প্রেক্ষিতে তামিলনাড়ু সরকারের মন্ত্রীর এই মন্তব্য নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।

শেখর বাবু বলেন, DMK’এর বিধায়ক, সাংসদ সমেত যে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি সকলের জন্যই কাজ করতে বদ্ধপরিকর। এটাই দলের নীতি। আমরা কখনও জনগণের কাজ করার সময় এটা বিচার করি না যে কে আমাদের সমর্থনে ভোট দিলেন বা দিলেন না।

উত্তর চেন্নাইয়ের একটি বির্স্তীর্ণ অঞ্চলে উত্তর ভারতীয়দের বাস। পিকে শেখর বাবুর হারবার বিধানসভা কেন্দ্রে রাজস্থান এবং গুজরাত থেকে আসা মানুষের সংখ্যা বেশি। নিজের বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ইভিএম আসার পর কোন এলাকার ভোট কোন দিকে যাচ্ছে তা বোঝা সমস্যার নয়। আমি দেখেছি, কোনও একটি নির্দিষ্ট বুথে DMK পেয়েছে ৫০ ভোট। সেখানে BJP পেয়েছে ৩০০ ভোট। সেই বুথের চরিত্র দেখে কি বোঝা কঠিন কে কাকে ভোট দিচ্ছে? কিন্তু আপনি যখন ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন, কেন ভোট দিলেন না? উত্তর আসবে, কী বলছেন, আমি আপনাকে ছাড়া আবার কাকে ভোট দেব? পিকে শেখর বাবু বলেন, এবার বুঝুন ব্যাপারটা!

তাহলে কি তিনি উত্তর-দক্ষিণ ভাগাভাগির কথা বলছেন? তা মানতে রাজি নন মন্ত্রী। তাঁর বক্তব্য, আমার দলের নীতি ভেদাভেদের বিরোধিতা করা। এই মাটিতে যারা বাস করেন তাঁরাই ভূমিপুত্র। আমার দল তাদের জন্যই কাজ করবে। তাই ভোট কাকে দিলেন সেটা বিবেচ্য নয়। আমি শুধু প্রবণতার কথা বললাম।

সেই সঙ্গে আবারও দাবি করেন, আমরা জানি উত্তর ভারতীয়দের একটি অংশ আমাদের সমর্থন করেন না, তবু কোনও বৈষম্য ছাড়াই উত্তর ভারতীয়দের জন্য কাজ করে যাব।

Comments are closed.