৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে। মেসিদের পথ চেয়ে বসেছিল গোটা আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরের দিকে আর্জেন্টিনার মাটি ছুঁলো মেসিদের বিমান। বিশ্বকাপ হাতে প্লেনের বাইরে এসে দাঁড়ালেন লিও। পাশে দাঁড়িয়ে আরেক লিও। কোচ লিওনেল স্কালোনি। আর এই জুটিকে দেখেই আনন্দে উচ্ছাসে ফেটে পড়ল গোটা বুয়েনস আইরেশ। দীর্ঘ ৩৬ বছর এই মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করেছিল আর্জেন্টিনা।
বিশ্বজয়ী টিমকে সম্মান জানাতে রাজকীয় আয়োজন করা হয়েছিল। এদিন আর্জেন্টিনার টিমকে একটি হুট্ খোলা বাসে করে দেশের ফুটবল ফেডারেশনের সদর দপ্তর নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। রাস্তার দু’ধরে দেখা গেল কাতারে কাতারে দেশবাসী। প্রত্যেকের মুখেই মেসির জয়জয়কার, দেশের জাতীয় সঙ্গীত। বুয়েনস আইরেশের আকাশ বাতাস এই মুহূর্তে মেসি ময়। প্রত্যেকেই একবার চোখের দেখায় দেখতে চাইছে ডি মারিয়া, এমি মার্টিনেজদের।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, মঙ্গলবার রাতটা দলের সবাই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ডেই কাটাবেন। সেখানেই তাঁদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। এদিকে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে উপলক্ষ্যে গোটা দেশে এক দিনের ছুটি ঘোষণা করেছেন সে দেশের প্রেসিডেন্ট।
Comments are closed.