মহিলাদের আইপিএলে আর সি বি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মেন্টর হচ্ছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বুধাবার এই কথা জানানো হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়ায়। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরির মতন ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে আর সি বি অর্থাৎ রয়্যাল চ্যালাঞ্জার্স বেঙ্গালুরু।
The pioneer in Indian sports for women, a youth icon, someone who has played Bold and broken barriers throughout her career, and a champion on and off the field. We are proud to welcome Sania Mirza as the mentor of the RCB women’s cricket team. 🤩#PlayBold @MirzaSania pic.twitter.com/eMOMU84lsC
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023
ভারতের টেনিস তারকাকে মেন্টর করতে পেরে খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁদের তরফে বলা হয়েছে, ভারতীয় মহিলাদের খেলাধুলোর প্রতি উৎসাহ যুগিয়েছেন সানিয়া মির্জা। তিনি সবসময় সাহসীকতার সঙ্গে খেলেছেন। খেলার মাঠ হোক বা বাইরে তিনি চ্যাম্পিয়ন।
অন্যদিকে সানিয়া মির্জা জানিয়েছেন, মেন্টর হওয়ার প্রস্তাব পেয়ে প্রথমে অবাক হয়েছিলাম। গত ২০ বছর ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছি। আগামী প্রজন্মকে খেলাধুলোর প্রতি উৎসাহী করে তুলতে চাই। এবার নতুন ভূমিকায় ভালো কাজ করতে চাই।
উল্লেখ্য, সদ্য টেনিস থেকে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। সানিয়া মির্জাকে নতুন ভূমিকায় দেখতে উৎসাহী ক্রীড়া প্রেমীরা।
Comments are closed.