ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার হল তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে। গত সপ্তাহে তুরস্কে ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কে যেখানে তিনি বাস করতেন সেই ভবনের নিচে ঘানার ফুটবলার তথা চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত সপ্তাহে জানা গিয়েছিল তুরস্কের ফুটবলার আতসু ভূমিকম্পে ধ্বংস্তুপের নীচে আটকে রয়েছেন। কোনও কোনও সংবাদ মাধ্যম জানিয়েছিল উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁকে। কিন্তু শনিবার জানা গেল মৃত্যু হয়েছে ঘানার তারকা ফুটবলারের।
আতসু খেলতেন তুরস্কের সুপার লিগের ক্লাব হাতায়স্পরে। গত সপ্তাহে, হাতায়স্পরের ম্যানেজার ভলকান ডেমিরেল বলেছিলেন, আতসুর সন্ধান এখনও চলছে। ক্লাব এবং ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন আগে জানিয়েছিল, তাঁকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের কয়েকঘণ্টা আগে আতসুর দক্ষিণ তুরস্ক থেকে ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু নিজের ইচ্ছায় তিনি থেকে গিয়েছিলেন। হাতায়স্পরের ম্যানেজার জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি সুপার লিগের ম্যাচ জয়ের পর তিনি ক্লাবের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসু, যিনি ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারিয়েছেন, তাঁর শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ ঘানায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা তোমাকে ভুলব না, আতসু। তোমার আত্মার চির শান্তি হোক।
উল্লেখ্য, ঘানার হয়ে ৬৫ ম্যাচে ১০ গোল করেছিলেন ৩১ বছরের আতসু। তুরস্কের আগে সৌদি আরবের ক্লাব আল-রিয়াদে খেলেছেন ২ বছর। চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেছেন আতসু। ফুটবলের জীবনে দীর্ঘ কয়েকবছর তিনি কাটিয়েছেন ইংল্যান্ডে।
Comments are closed.