বন্যায় বিধ্বস্ত অসম। বিপর্যস্ত রেল পরিষেবা। জলের তলায় রেললাইন। আবার কোথাও রেল লাইন ঝুলে গিয়েছে। রেললাইন দ্রুত মেরামতির কাজ করছে রেল দফতর। এই অবস্থায় রেললাইন মেরামত করার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এর আগেই ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের জন্য।
অসম রেল সূত্রের খবর, লামডিং-বদরপুর লাইনে অন্তত ৫০টি জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশৰ্মা জানিয়েছেন, ডিমা হাসাও জেলার লামডিং-বদরপুর রেললাইনের কাজ করতে ভারতীয় রেলমন্ত্রক ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের যোগাযোগ রাখা হয় এই রেললাইনের মাধ্যমে। আগামী ১০ জুলাইয়ের মধ্যেই ওই রেললাইন মেরামত হয়ে যাবে।
লামডিং-বদরপুর রেললাইন ছাড়াও দাওতোহাজা-ফাইডিং সেকশন এবং হাফলং- ঝাটিঙ্গা এলাকায় অনেক জায়গায় ১০০মিটারের বেশি রেললাইন মাটি থেকে সরে গিয়েছে।
উল্লেখ্য, বন্যা বিধ্বস্ত অসমে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। প্রায় ৭ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৭টি জেলার ২ হাজারের বেশি গ্রাম জলের তলায়।
Comments are closed.