নবান্নে মমতা, জেলায় জেলায় মন্ত্রীরা, 24X7 যশ মোকাবিলার প্রস্তুতি চূড়ান্ত

জেলায় জেলায় মোতায়েন রয়েছেন মমতার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা

ধেয়ে আসছে যশ। সামগ্রিক ভাবে প্রস্তুত রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় আসার আগে উপান্নতে বিশেষ কন্ট্রোল রুমে লাগাতার ৪৮ ঘণ্টা থাকবেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় মোতায়েন রয়েছেন মমতার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

আমফানের মতো এবারও রাজ্য সচিবালয়ের ওয়ার রুম থেকে 24X7 তদারকি করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার যশ মোকাবিলায় নতুন সংযোজন, বিভিন্ন জেলায় কন্ট্রোল রুমে নজরদারির দায়িত্বে মন্ত্রীরা।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মূলত নবান্ন থেকেই নজরদারি চালানো হবে। পূর্ব মেদিনীপুর জেলায় যে এলাকায় ল্যান্ডফল হবে সেখানে মোতায়েন করা হয়েছে দু’জন মন্ত্রীকে।

পূর্ব মেদিনীপুর ছাড়াও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার দায়িত্ব নিয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।

অন্যদিকে, সুন্দরবন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে। সেখানে সাগর ব্লকের বিডিও অফিসে একটি কন্ট্রোল রুম তৈরি করেছেন তিনি।

যশের দাপটে সমুদ্র ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তার দাপটেই পাথরপ্রতিমা, সাগর ও নামখানার বেশকিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আপৎকালীন বাঁধ মেরামতির কাজ শেষ হলেও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই পর্যাপ্ত পরিমাণে বালির বস্তা মজুত রাখা হয়েছে।

যশ মোকাবিলায় পশ্চিমবঙ্গকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ঝূর্ণিঝড় কবলিত দুই রাজ্যে মোট সতেরোটি ইন্টিগ্রেটেড সাইক্লোন রেসকিউ এবং রিলিফ দল মোতায়েন করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই চব্বিশ পরগনায় সেই দলকে পাঠানো হয়েছে।

নবান্নের কন্ট্রোল রুম থেকে জেলায় জেলায় মোতায়েন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন আরেক মন্ত্রী, অরূপ বিশ্বাস। অরূপ কথা বলছেন জেলা শাসকদের সঙ্গেও। নবান্নের ওয়ার রুমে হাজির বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা।

Comments are closed.