এক ফ্রেমে মেসি-রোনাল্ডোকে আনতে খরচ প্রায় ৫০ কোটি, ছবি রেকর্ড গড়ে ইন্সটাগ্রামে, ছবির জন্য কত নিয়েছেন সি আর সেভেন ও এল এম টেন?
বিশ্বকাপ ফুটবল চলাকালীন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় মুখোমুখি বসে রয়েছেন মেসি ও রোনাল্ডো। আর সামনে দাবার ছক। সেই ছবিই সেরার স্বীকৃতি পায়। রোনাল্ডো এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা সর্বকালের রেকর্ড ভেঙে দেয়। সবথেকে বেশি লাইক পায় সেই ছবি।
প্রথমে মনে করা হয় ছবিটি কম্পিউটারে এডিট করে বানানো হয়েছিল। কিন্তু পরে জানা যায় দুই ফুটবল তারকাকে নিয়ে এই ছবিটি ক্যামেরায় তোলা হয়। আর এই ছবির জন্য ৫০ কোটি টাকা খরচ করতে হয় এক ফ্যাশন সংস্থাকে। ছবিতে দুই ফুটবল তারকাই একটি কালো ফুল স্লিভ গোল গলা টি শার্ট পড়েছিলেন আর সঙ্গে ছিল নীল ডেনিম জিন্স। তবে সি আর সেভেনের টি শার্ট পুরো হাত অবধি ঢাকা থাকলেই এম এম ১০-এর শার্টের হাত ছিল গোটানো। যেখানে সুন্দরভাবে এল এম-এর হাতের ট্যাটু দেখা যাচ্ছিল। ছবিতে সি আর সেভেনের একটি হাত ছিল মাথায় আর এল এম ১০-এর একটি হাত ছিল গালে। দুজনের ধ্যান সামনে রাখা দাবার গুটির দিকে।
ছবি তোলার পর রোনাল্ডো ও মেসি দুজনেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য মেসি নিয়েছিলেন ১৪ কোটি টাকা আর রোনাল্ডো নিয়েছিলেন সাড়ে ১৬ কোটি টাকা। ছবি তোলার জন্য ক্যামেরাম্যান নিয়েছিলেন কয়েক কোটি টাকা। রোনাল্ডো এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সবথেকে বেশি মানুষ লাইক করেছিলেন।
তবে মেসি ও রোনাল্ডো একসঙ্গে এই ছবি তোলেননি। তাঁরা আলাদাভাবে ছবি তুলেছিলেন। পরে একসঙ্গে তা জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দেখে মনে হয়েছে একসঙ্গে ছবিটু তুলেছেন দুই মহাতারকা।
Comments are closed.