সুপ্রিম কোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, সিইও’র সঙ্গে দেখা করতে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ‍্যে চলা এসআইআর মামলায় সোমবার তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে বলে নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এই বিষয় নিয়ে সোমবার বারাসতে সভা থেকে কমিশনকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও’র সাক্ষাৎ চেয়ে আবেদন জানালেন তিনি। এই মর্মে তৃণমূলের তরফে একটি ই-মেলও পাঠানো হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রতিনিধি দলে আরও ১০ জন থাকবেন।
লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে বলেও একাধিকবার সরব হয়েছে তৃণমূল। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে , লজিক্যাল ডিসক্রিপান্সি’র যুক্তি দেখিয়ে যাঁদের শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে। তা প্রশাসনিক কার্যালয়গুলিতে টাঙানোর পাশাপাশি অনলাইনেও প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Comments are closed.