বুকে ব্যাথা নিয়ে ১৫ কিমি বাস চালিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সরকারি বাস চালকের
বুকে ব্যাথা নিয়ে ১৫ কিমি বাস চালিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বাস চালকের। সরকারি ওই বাস চালকের নাম ভারমল আহির (৪০)। ঘটনা গুজরাতের রাধানপুরের।
জানা গিয়েছে, রবিবার রাত ৮ টার সময় ভারমল বাস নিয়ে বের হয়েছিলেন। সোমবার সকাল ৭টার সময় তাঁর বাস আসার কথা ছিল রাধানপুর। বাস ছাড়ার পরই তাঁর বুকে ব্যাথা শুরু হয়। কিন্তু কাউকে কিছু বলেননি তিনি। মাঝে বাস থামে ভারাহি নামে এক জায়গায়। সেখানে চা খাওয়ার পর ফের বাস চালাতে শুরু করেন ভারমল। কিন্তু বুকে ব্যাথা কিছুতেই কমছিল না ভারমলের। সোজা হয়ে বসতে পারছিলেন না তিনি। সেই অবস্থায় বাস চালান তিনি।
বাসের কন্ডাক্টর জানান, প্রথমে কাউকে কিছু না জানালেও ভারাহি থেকে বাসে ওঠার পরই ভারমলের বুকে ব্যাথার কথা জানতে পারি। বারবার বলা স্বত্বেও বাস চালানো থামাননি তিনি। ভারমল বলছিলেন, বাস থামিয়ে দিলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। রাধানপুরে পৌঁছানোর পরই সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Comments are closed.