তিন কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া আরও এক পা এগোলো। সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল আনার সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে।
আগামী সপ্তাহে সংসদে শীতকালীন অধিবেশন বসছে। আর তার আগেই এদিন সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিল প্রত্যাহারের সিন্ধান্ত পাস হয়। জানা গিয়েছে, অধিবেশনের শুরুতেই আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সূত্রের খবর, মঙ্গলবার বিজনেস এডভাইসারি কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেই দিন নির্ধারণ করা হবে, কবে সংসদে আইন প্রত্যাহারের বিল আনা হবে।
মন্ত্রিসভায় বিল প্রত্যারের সিদ্ধান্ত অনুমোদন পেলেও, এখনই আন্দোলন থেকে সরে আসতে নারাজ কৃষক সংগঠনগুলি। প্রধানমন্ত্রীর ঘোষণা পরেই কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছিলেন, তাঁদের আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছে , সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
জানা গিয়েছে, শীতকালীন অধিবেশন শুরুর দিনেই সংসদ অভিযান করবে কৃষকরা। এদিন এমনটাই জানিয়েছেন, কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি জানান, এদিন কমপক্ষে ৬০ টি ট্রাক্টর সংসদের উদ্দেশ্যে এগিয়ে যাবে। কৃষি আইন প্রত্যারের পাশাপাশি ফসলের নূন্যতম সহায়ক মূল্যও কৃষকদের অন্যতম দাবি ছিল। এই দাবি নিয়েও এদিন সংসদ অভিযান করবেন বলে কৃষক সংগঠনগুলি জানিয়েছে।
Comments are closed.