নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি হতে পারে। নরেন্দ্র মোদী ২০২২ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র।
ভারতীয় রেলের টেকনিক্যাল সুপার ভাইসর অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১ সালের জানুয়ারি থেকেই বাড়তি বাড়িভাড়া ভাতার দাবি করেছিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হওয়ার সম্ভাবনা ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী।
সপ্তম বেতন কমিশনে দেশের শহরগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে। x, y, z ভাগে ভাগ করা হয়েছে শহরগুলিকে। এখন বাড়ি ভাড়ার পরিমাণ যথাক্রমে ২৪%, ১৬% ও ৮%। যেসব শহরে জনসংখ্যা ৫০ লক্ষের ওপরে সেইসব শহরকে x ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ যে কর্মীরা x ক্যাটাগরিতে আসেন, তাঁদের এখন থেকে প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি এইচআরএ অর্থাৎ বাড়িভাড়া পাবেন। y ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকার বেশে ও z ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে এইচআরএ মিলবে।
Comments are closed.