২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার, আমন্ত্রণ জানানো হল রাজ‍্যপালকে

আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য বাজেট পেশ হবে ২ ফেব্রুয়ারি। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সূত্রের খবর বাজেট অধিবেশনে রাজ‍্যপালকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রথা অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। যদিও ব্যতিক্রম ঘটেছিল গত বছর। রাজ্যপালের ভাষণ ছাড়াই ওই অধিবেশন শুরু হয়।
অতীতে একাধিক ইস্যুতে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত সামনে আসে।রাজ্যপাল রাজ্য সরকারের একাধিক কাজ নিয়ে প্রশ্ন তোলেন। সরকারের সমালোচনাও করেন।
বিলে সম্মতিপ্রদান এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও রাজ্যের সঙ্গে রাজভবনের মতপার্থক্য হয়।
এবছর বাজেট অধিবেশন চলবে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সামনেই বিধানসভা ভোট, তার আগে এই বাজেট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Comments are closed.