বিশ্বকাপে ফাইনাল ম্যাচের টিকিট এক লক্ষ ২৭ হাজার টাকা। ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা। লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। এই স্টেডিয়ামে একসঙ্গে ৮৯ হাজারের বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন।
চার বছর আগের রাশিয়া বিশ্বকাপের থেকে এবার টিকিটের দাম প্রায় ৪০ শতাংশ বেশি। এইবার টিকিটের দামকে চার ভাগ করা হয়েছে। ক্যাটেগরি ১-এর টিকিটের দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা। ক্যাটেগরি ২-এর টিকিটের দাম ৭৯ হাজার টাকা। ক্যাটেগরি ৩-এর টিকিটের দাম ৪৮ হাজার টাকা। সব থেকে কম ক্যাটেগরি ৪-এর টিকিটের দাম। একটি টিকিটের জন্য ১৬ হাজার টাকা দিতে হবে। তবে ১৬ হাজার টাকার টিকিটে খেলা দেখতে পারবেন শুধুমাত্র কাতারের বাসিন্দারা।
আয়োজকদের দাবি, ফাইনালে অন্তত ৮০ হাজার দর্শক হবে। দোহার লুসেইল স্টেডিয়ামে গত ২৬ নভেম্বর আর্জেন্তিনা-মেক্সিকো ম্যাচে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল। প্রায় ৮৮,৯৬৬ সংখ্যক লোক হয়েছিল। সংগঠকদের আশা ১৮ ডিসেম্বর ফাইনালে সেই রেকর্ডও ভেঙে যাবে।
Comments are closed.