আগামী ১লা এপ্রিল থেকে বাড়বে টোল ট্যাক্স। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা টোল ট্যাক্স বাড়ানো হবে। টোল ট্যাক্স ৫% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। ২০০৮ সালের ‘জাতীয় সড়ক ফি’ নীতি অনুযায়ী প্রতি বছর টোল রেট সংশোধন করা হয়। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২৫ মার্চের মধ্যে সংশোধন করা টোল রেট জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধীন প্রকল্প বাস্তবায়ন বিভাগে পাঠানো হবে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের কাছে অনুমতি পেলে ১ এপ্রিল থেকে লাগু হবে নতুন টোল রেট।
নতুন টোল রেট অনুযায়ী জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি ও হালকা গাড়ির ক্ষেত্রে প্রতি ট্রিপে ৫ শতাংশ টোল ট্যাক্স দিতে হবে। ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়তে পারে ১০ শতাংশ। উল্লেখ্য, গত বছর ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স। সব যানবাহনের ক্ষেত্রে ১০ থেকে ৬০ টাকা বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স।
সম্প্রতি, ১ মার্চ কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক এবং রান্নার জন্য এলপিজি সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৫০.৫০ টাকা বেড়েছে। এবার বৃদ্ধি হবে টোল ট্যাক্সেও।
Comments are closed.