পথ চলা শুরু ঐতিহাসিক পদ্মা সেতুর; জানেন কোন গাড়িকে কত টোল ট্যাক্স দিতে হবে? 

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাংলাদেশ। হাজারো প্রতিকূলতা পেরিয়ে পথ চলা শুরু করল পদ্মা সেতু। শনিবার সেতুর উদ্বোধন করলেন বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে যান চলাচল শুরু হবে পদ্মা সেতুর। কোন গাড়ির জন্য কত টোল চার্জ ধার্য করা হয়েছে জানেন? 

বাংলাদেশ সরকারের পরিবহন মন্ত্রকের তরফে বিভিন্ন গাড়ির জন্য টোল ট্যাক্সের তালিকা প্রকাশ করা হয়েছে। মোটর সাইকেলের জন্য ধার্য করা হয়েছে ১০০ টাকা, জিপ বা ছোট গাড়ির জন্য ৭৫০ টাকা। এছাড়া পিকআপ ভ্যানের জন্য লাগবে ১২০০ টাকা, ছোট বাসের জন্য ১৩০০ এবং মিনিবাস ১৪০০ টাকা। মাঝারি মাপের বাসের জন্য ২০০০ হাজার এবং বড় বাসের জন্য ২৪০০ টাকা টোল ধার্য করা হয়েছে। 

যাত্রীবাহি গাড়ির পাশপাশি মালবাহী ট্রাকের জন্য পৃথক টোল ধার্য করা হয়েছে। পাঁচ টন পর্যন্ত মালবাহী ট্রাকের জন্য ১৬০০ টাকা আট টনের ক্ষেত্রে ১৬০০ টাকা এবং আট থেকে ১১ টনের মালবাহী ট্রাকের জন্য ২৮০০ টাকা টোল ধার্য করা হয়েছে।

এদিন সেতুর উদ্বোধন করে প্রথম যাত্রী হিসেবে টোল চার্জ দিয়ে সেতু পার করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, ২ হাজার টাকা টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে ঐতিহাসিক সেতু পার করেন তিনি। এদিন তাঁর সঙ্গে বাংলাদেশ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও ছিলেন। 

 

Comments are closed.