৯৪ বছর বয়সে ১০০ মিটারে সোনা জয়। ভাবতে অবাক লাগলেও এই কাজ করেছে হরিয়ানার ভগবানি দেবী। এই বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ১০০ মিটার দৌড়াতে তিনি সময় নিয়েছেন মাত্র ২৪.৭৪ সেকেন্ড। ফলে এখন বিশ্বের দ্রুততমা প্রবীণা এই ভারতীয় মহিলাই।
বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও সাফল্য পেয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন শটপাটে। ভগবানী দেবীর কৃতিত্বে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তাঁর সাফল্যে খুশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ও। যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ৯৪ বছরের ভগবানি দেবী আরও একবার প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ১০০ মিটার দৌড়ে। সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। এছাড়াও শটপাটে জিতেছেন ব্রোঞ্জ পদক।
India’s 94-year-old #BhagwaniDevi Ji has yet again proved that age is no bar!
She won a GOLD medal at the #WorldMastersAthleticsChampionships in Tampere in the 100m sprint event with a timing of 24.74 seconds.🥇She also bagged a BRONZE in Shot put.
Truly commendable effort!👏 pic.twitter.com/Qa1tI4a8zS
— Dept of Sports MYAS (@IndiaSports) July 11, 2022
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইটে জানিয়েছেন, ৯৪ বছরে ভগবানি দেবী সোনা জয় অনুপ্রেরণা জোগায়।
Inspirational!
Even at 94, Bhagwani Devi Ji wins a #Gold 🏅 in 100-meter sprint & two #Bronze 🥇 medals for 🇮🇳 at the World Masters Athletics Championships 2022 in Finland.#NariShakti #KheloIndia #FitIndiaMovement #Athletics @IndiaSports @ianuragthakur @PIB_India pic.twitter.com/XqzBNI1xOi— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 11, 2022
এই বছর ২৯ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা হয়েছিল ফিনল্যান্ডের ট্যাম্পারে। সেখানেই বাজিমাত করেন ভগবাই দেবী।
Comments are closed.