এবার সুদূর আমেরিকাতে দেখা যাবে বাংলার সরকারের সাফল্যের খতিয়ান। কয়েক লক্ষ টাকা খরচ করে আমেরিকায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী ১ থেকে ৩ জুলাই আমেরিকার লাস ভেগাসে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবে রাজ্য সরকার। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে, সেখানে আমন্ত্রণ করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবে তিনি যাবেন কিনা তা এখনও জানা যায়নি। সেই অনুষ্ঠানে বিভিন্ন দিক থেকে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। বাংলার ঐতিহ্য দুর্গাপুজো ও রেড রোড কার্নিভালের ভিডিও ক্লিপিং দেখানো হবে অনুষ্ঠানে। সেখনে দেখানো হবে পুরনো বাংলা চলচ্চিত্রও। হারিয়ে যাওয়া বহু বাংলা ছবি দেখানো হবে সেখানে।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর আমেরিকায় বাঙালি সম্মেলনে কয়েক হাজার মানুষ একত্রিত হবেন। আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিরা সেখানে থাকবেন। এছাড়াও থাকবে বিদেশের আরও অনেক মানুষ। বাংলার ঐতিহ্যকে সেখানে তুলে ধরা হবে।
Comments are closed.