শনিবার থেকে পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতে প্রবল ঝড় এবং বৃষ্টির সতর্কতা

ধুলো ঝড় ও মেঘ ভাঙা বৃষ্টির জেরে বুধবার থেকে বিপর্যস্ত উত্তর ও পশ্চিম ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানাসহ একাধিক রাজ্যের জনজীবন। এবার পশ্চিমবঙ্গসহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেআবহাওয়া দফতর ঘূর্ণি ঝড় ও তার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করলো। শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, মেঘালয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, শনিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে তামিলনাড়ু এবং পুদুচেরিতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে শুরু হয়ে টানা তিনদিন উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্ক করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের।

Leave A Reply

Your email address will not be published.