ফেসবুকে শিশির অধিকারীকে নিয়ে ‘বাবাকে বলো’ মিম, থানায় অভিযোগ দিব্যেন্দু অধিকারীর

ফেসবুকে ‘বাবাকে বলো’ মিম নিয়ে এবার থানায় দায়ের হল অভিযোগ। কয়েকদিন আগেই ‘দিদিকে বলো’ র আদলে ফেসবুক জুড়ে ঘুরে বেড়াচ্ছিল ‘বাবাকে বলো’ মিম।

কাঁথির তৃণমূল সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর দিয়ে ‘বাবাকে বলো’ মিম ছড়িয়ে পড়েছিল৷ যেখানে শিশিরবাবুর ছবি ছাড়াও তাঁর ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছিল৷ এবার শিশির অধিকারীর আরেক ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি থানায় অভিযোগ দায়ের করলেন এই মিম নিয়ে। মোট ৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তাঁরা হলেন সন্ধ্যা ধাউ, প্রশান্ত কাডু বসু, অরিজিৎ নন্দী, শুভজিৎ ব্যানার্জি ও চন্দন জানা৷

দিব্যেন্দু অধিকারীর অভিযোগ, ওই প্রচারে শিশির বাবুর ফোন নম্বর দেওয়া রয়েছে। ফলে ওই নম্বরে অনেকেই প্রবীণ সাংসদকে ফোন করছেন৷ অনেকে আবার বিরক্ত করছেন। প্রবীণ সাংসদের ব্যক্তিগত ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অন্যায়, দাবি দিব্যেন্দু অধিকারীর। এতে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন শিশির অধিকারী।

কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ‘বাবাকে বলো’ বলে কটাক্ষ করেছিলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক৷ এরপর কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বাবাকে বলো’ নিয়ে মিম ছড়িয়ে পড়ে৷

Comments are closed.