সোনার বাংলা তৈরির নামে রাজ্যের সংস্কৃতি ভাঙার চেষ্টা করছে বিজেপি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ফের অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন দুই মন্ত্রী পার্থ চ্যাটার্জি, রাজীব ব্যানার্জি ও বিধায়ক সমীর চক্রবর্তী।
গত মঙ্গলবার ভার্চুয়াল সমাবেশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছিলেন। তাঁর সেই আহ্বানকে কটাক্ষ করেন পার্থ। তাঁর কথায়, যিনি সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন, তাঁর চোখের সামনেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। তাঁরই দলের একজন প্রচারক বলেন, বিদ্যাসাগর ‘সহজপাঠ’ লিখেছেন। যাঁরা সোনার বাংলা গড়তে চায়, তাঁরা বাংলার সংস্কৃতিকে ভেঙে নতুন সংস্কৃতি গড়ার চেষ্টা করছে। তৃণমূল মহাসচিবের কটাক্ষ, সোনার বাংলা কি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে শুরু হবে? তিনি আরও বলেন, সংস্কৃতি নিয়ে বিজেপির কথা বলার দরকার নেই। বাংলার মানুষ সেই দুর্দিন আসতে দেবে না।
পার্থ বলেন, ঘূর্ণিঝড় আমপান আর মহামারি করোনার জোড়া ধাক্কা সামলাতে পথে নেমে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ি হারানো মানুষের বাড়ি তৈরি করা থেকে অন্ন সংস্থানের কাজ করে চলছেন মমতা। করোনা সংক্রমণ ঠেকানোর পাশাপাশি কীভাবে অর্থনৈতিক পরিস্থিতিতে সচল রাখা যায় তা নিয়ে চলছে ভাবনা চিন্তা।
করোনা আর আমপানের জোড়া দাপটে বাংলার ব্যাপক ক্ষতি হয়েছে। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে সেই ক্ষতির খতিয়ান তুলে ধরেন পার্থ বলেন, করোনা, আমপানের ক্ষতি সামালানোই বড় চ্যালেঞ্জ। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক লক্ষ্য। এখন রাজনীতির সময় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময় বলে বিজেপিকে নিশানা করেন তিনি। রাজীব ব্যানার্জি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক মিনিটের মধ্যে যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার কথা বলছে, তারা ক্ষমতায় এলে এক মিনিটে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা হারাবে বাংলার মানুষ। কারণ, মমতা ব্যানার্জি সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প মানুষকে সেই সুবিধা দিচ্ছে।
Comments are closed.