পশ্চিমবঙ্গে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন বিষয় নয়।তবে বাকি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রাজ্যপালদের নিয়ে নানান অভিযোগে সরব হয়েছেন। এই আবহে সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হয়ে বৈঠক বসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, ১০ মার্চের পর এই বৈঠক হতে চলছে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এমনটাই জানিয়েছেন।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠকের আহ্বান জানিয়েছেন, ১০ মার্চের পর সেই বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে।
রাজ্যপালকে অপসারণের দাবিতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দরবার করেছে।তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি রাষ্ট্রপতির কাছে জগদীপ ধনখড়ের নামে নালিশ করেছেন। সৌগত রায় করেছেন প্রধানমন্ত্রীর আছে। তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সে রাজ্যের শাসক দল ডিএমকে। মহারাষ্ট্রের মুহ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেও একাধিকবার রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। এখন দেখার অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর বিরোধীরা নতুন কি প্রস্তাব আনে।
Comments are closed.