বাবার বাউন্ডুলে ছেলের মতো সব বিক্রি করছে মোদী সরকার; নয়া আর্থিক নীতি ‘NMP’ নিয়ে কেন্দ্রকে তোপ সুখেন্দু শেখরের
কেন্দ্রের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বা আর্থিক সংস্কার নীতির কড়া সমালোচনা করল তৃণমূল। একাধিক সরকারি সম্পত্তি কর্পোরেটকে লিজ দেওয়া নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বলেন, বাবার বাউন্ডুলে ছেলের মতো এই সরকার দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছে।
সরকার যে যে সরকারি সম্পদ লিজে দেওয়ার সিধান্ত নিয়েছে এদিন তাঁর একটি দীর্ঘ তালিকা দেন সুখেন্দুশেখর। তিনি দাবি করেন, সরকার লিজে দেওয়ার কথা বললেও আদতে দেশের মানুষের সম্পদ ধাপে ধাপে কিছু কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার অভিসন্ধি রয়েছে কেন্দ্রীয় সরকারের। তাঁর এই অভিযোগের ভিত্তি হিসেবে তিনি বলেন, কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে কেন্দ্রের যে চুক্তি হবে তাতে ২৫, ৩০ বছরের জন্য লিজের মেয়াদ লেখা থাকলেও পরে তা বাড়ানো যেতে পারে বলেও উল্লেখ্য রয়েছে।
তিনি আরও বলেন, এইভাবে বেসরকারি হাতে সব কিছু চলে গেলে দেশের মানুষের কর্মসংস্থানের কোনও নিরাপত্তা থাকবে না। সেই সঙ্গে তাঁর ঘোষণা, কেন্দ্রের এই আর্থিক সংস্কারের সংস্কারের চাইছে তৃণমূল।
এই বেসরকারিকরণের নেপথ্যে বিজেপির বিশেষ উদ্দ্যেশ রয়েছে বলেও তিনি দাবি করেন। পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, নোট বন্দির মতো একাধিক ভ্রান্ত নীতির জেরে মোদী সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই এভাবে দেশের মানুষের সম্পত্তি বিক্রির ব্যবস্থা করে ভাঁড়ার ভরার পরিকল্পনা করেছে।
সংসদ বা কোনও কমিটিতে আলোচনা না করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহণ, খনি, তেল ও গ্যাসের পাইপলাইন, রেল স্টেশন, বন্দর এয়ারপোর্ট সহ একাধিক সরকারি ক্ষেত্রকে ব্যবসার উদ্দেশ্য কর্পোরেটকে ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মাধ্যমে আগামী চার বছরে সরকারের ৬ লক্ষ কোটি টাকা আয় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, অনেক সরকারি সম্পত্তি অব্যবহৃত অবস্থার পড়ে রয়েছে। এই সংস্কারের জেরে সরকার এইসব ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ আয় করতে পারবে।
Comments are closed.