বিজেপি মিথ্যে মামলা করছে! কর্মীদের পাশে দাঁড়াতে নন্দীগ্রাম-কেশপুরে লিগ্যাল ডেস্ক খুলছে তৃণমূল 

তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম এবং কেশপুরে তাঁদের বহু কর্মী সমর্থকদের বিরুদ্ধে একগুচ্ছ মিথ্যে মামলা করেছে বিজেপি। সেই মামলা থেকে নিষ্কৃত দিতে এবার দলের কর্মী এবং সাধারণ মানুষের জন্য লিগ্যাল ডেস্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উদ্যোগেই এই লিগ্যাল ডেস্ক চালু হচ্ছে। 

মঙ্গলবার থেকেই নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে তৃণমূলের লিগ্যাল ডেস্ক চালু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আইনি সহায়তা দিতে আপাতত জেলার আইনজীবীরাই লিগ্যাল ডেস্কে থাকবেন। তবে প্রয়োজনে কলকাতা থেকেও আইনজীবীরা যাবেন বলে তৃণমূল দাবি করেছে। শাসক শিবিরের অভিযোগ, বিধানসভা ভোটের আগে থেকে একাধিক তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা করছে বিজেপি। ইডি, সিবিআই এমনকি এনআইএ দিয়েও অনেককে হেনস্তা করা হচ্ছে । সাজানো মামলায় তাদের অনেক কর্মী এখনও হেফাজতে রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে এই প্রবণতা আরও বাড়বে বলেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করেছে। এই অবস্থায় কর্মীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। 

নন্দীগ্রামের মতো কেশপুর নিয়েও একই অভিযোগ তৃণমূলের। সেক্ষেত্রে  সেখানকার কর্মীদের জন্যও খুব শীঘ্রই লিগ্যাল ডেস্ক চালু করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই যে ফের একবার দুই মেদিনীপুর বিশেষ করে নন্দীগ্রাম ফের একবার উত্তপ্ত হয়ে উঠবে তা একপ্রকার স্পষ্ট। 

 

Comments are closed.