তৃণমূলের অভিযোগের পরই মিঠুনের সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR প্রশাসনের

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির প্রচারে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে

সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানানোর পরই তৎপর প্রশাসন। মালদহতে মিঠুনের সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ইঙ্গিত প্রশাসনের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির প্রচারে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নতুন নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজেপি ভোট প্রচার করছে।

শনিবার তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠক করে সাংসদ সৌগত রায় এই অভিযোগ করেন। বিজেপির জনসভার কয়েকটি ছবি ও ভিডিও দেখানো হয়।
সৌগত রায়ের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে এবং কুমারগঞ্জে জনসভা করেন। দুটি জনসভাতেই ৫০০ এর বেশি লোক হাজির ছিল বলে দাবি তৃণমূল নেতার।

বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়, ৫০০ এর অধিক লোক নিয়ে কোনও দল মিটিং করতে পারবে না।
শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী হেলিকপ্টার থেকে নামছেন। মিঠুনের সভাতেও ৫০০ এর বেশি লোক হয়েছিল বলে অভিযোগ সৌগত রায়ের। তাঁর অভিযোগ, দিলীপ ঘোষ, এবং মিঠুন চক্রবর্তীর নামে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করা সত্ত্বেও কমিশন কোনও পদক্ষেপ নেয়নি।

শেষ পাওয়া খবর পর্যন্ত মালদহে বৈষ্ণবনগরে মিঠুনের সভার আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা শাসক।

Comments are closed.