৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। হাতে আর এক মাসও সময় নেই। শনিবার কালীঘাটের নির্বাচনী কমিটির বৈঠক থেকে পঞ্চায়েত জয়ের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মাঝের ক’দিন পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যজুড়ে জোর কদমে প্রচারে নামতে চলছে তৃণমূল। যার জন্য শনিবারের বৈঠকে একটি ৫০ জনের টিমও তৈরি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
এদিন বৈঠক শেষে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কুনাল ঘোষ, শতাব্দী রায়, বিরবাহা হাঁসদা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচিকে সাফল করার জন্য এদিন সমস্ত দলীয় নেতা কর্মীদের ধন্যবাদ জানানো হয়। এরপরে কল্যাণ ব্যানার্জি জানান, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে দলের তরফে ৫০ জনের একটি টিম গঠন করা হবে। সারা রাজ্যজুড়ে ১৫-২০ দিন সব জায়গায় টিমের সদস্যরা মিটিং মিছিল করবেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন। এভাবেই নিবিড় জনসংযোগ তৈরি করবে। সেই সঙ্গে দলের নির্দেশ না মেনে যাঁরা নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। তাঁদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়, দলনেত্রী অনুরোধ করেছেন, তাঁরা মনোয়ন পত্র প্রত্যাহার করে নিন। নাহলে ভবিষ্যতে দলে তাঁদের জন্য কোনও জায়গা থাকবে না।
Comments are closed.