অসমের নাগরিকপঞ্জির বিরোধিতায় সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের, দেখুন ভিডিও

অসমের নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের একজোট হতে শুরু করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবারই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে প্রায় সবকটি বিরোধী দল এককাট্টা হয়ে এই নাগরিকপঞ্জির বিরোধিতা করেছে। মঙ্গলবার সকাল থেকেই এই ইস্যুতে দফায় দফায় অচল হয়ে যায় সংসদ অধিবেশন। সংসদ শুরু হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান এবং নাগরিকপঞ্জি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করেন বিধায়করা। এদিনই তৃণমূলের ছয় সাংসদ অসমে যাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.