নারদ মামলায় একই অভিযোগ থাকলেও তাঁরা গ্রেফতার হননি। সেই মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে নিয়ে কী ভাবছে সিবিআই? সুব্রত, ফিরহাদ, মদন, শোভনকে গ্রেফতারের পর এই প্রশ্নই বড় হয়ে উঠছে।
সিবিআই জানিয়েছে, ধৃতরা রাজ্য বিধানসভার সদস্য ছিলেন। একজন বাদে বাকিরা এখনও সদস্য। রাজ্যপাল চার্জশিটে অনুমতি দেওয়ায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সময় মুকুল রায় ছিলেন রাজ্যসভার সদস্য, শুভেন্দু ছিলেন লোকসভায়। কিন্তু লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের কাছ থেকে এখনও অনুমতি মেলেনি। তাই এখনও শুভেন্দু ও মুকুল রায়কে গ্রেফতার করা হয়নি। একই ভাবে তৃণমূলের লোকসভার সদস্যদের যেমন সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদারকেও গ্রেফতার করা হয়নি।
সিবিআইয়ের যুক্তি উড়িয়ে তৃণমূলের পাল্টা প্রশ্ন, শুধুমাত্র তৃণমূল বিধায়কদের বিপাকে ফেলতেই কি এই পদক্ষেপ? বিজেপির সঙ্গে শোভনের বর্তমান সম্পর্ক সকলেই জানে।
বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির দাবি, তাঁর কাছে কোনও দিনই এই বিষয়ে কোনও অনুমতি চায়নি সিবিআই। তিনি জানিয়েছেন এই গ্রেফতারি বেআইনি।
Comments are closed.