হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে দিল্লির জাহাঙ্গিরপুরীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত গোটা দেশ। এই ঘটনায় পুলিশ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় আট জন। রাজধানীর বুকে এই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল জাহাঙ্গিরপুরীতে? এবার সেই সত্যি জানতে দিল্লি যাচ্ছে তৃণমূলের ৬ জন সাংসদ। এমনটাই জানিয়েছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে প্রকৃত সত্য সন্ধান করবেন তৃণমূল সাংসদরা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গে কয়েকটি ঘটনায় যেভাবে দিল্লি থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্যে এসেছে, তারই পাল্টা হিসেবে এবার তৃণমূলও প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি পুলিশ অমিত শহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। ফলে স্বাভাবিকভাবেই জাহাঙ্গিরপুরীর ঘটনার দায় মোদী সরকার এড়াতে পারে না বলে অভিযোগ বিরোধীদের।
তৃণমূল সূত্রে খবর, শুক্রবার ঘটনাস্থলে যাচ্ছেন তৃণমূলের ৬ জন সাংসদ। সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্ব তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ জাহাঙ্গিরপুরীতে যাবেন। ওইদিনই তাঁরা একটি সাংবাদিক বৈঠক করবেন। ঘটনাস্থল পরিদর্শন করে এসে দলনেত্রী মমতা ব্যানার্জিকে রিপোর্ট জমা দেবেন প্রতিনিধি দল।
Comments are closed.