কখনও ফেসবুক লাইভে আবার কখনও প্রকাশ্য জনসভায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর মন্তব্যের জেরে অস্বস্তি বাড়ছিল শাসক দলেরও। এবার মদন মিত্রকে শো-কজ করল তৃণমূল। শুক্রবারই তাঁকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শো-কোজে সন্তুষ্ট জনক উত্তর না দিলে মদন মিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে।
পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই তৃণমূলের বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কামারহাটির বিধায়ক। সম্প্রতি তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে দফায় দফায় আক্রমণ শানান তিনি। এমনকি দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। এই আবহেই তাঁকে সতর্ক করা হয়।
সম্প্রতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূলের কর্মী সংগঠনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পোস্টারে শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে কেন? তাঁর কথায়, মমতার পরেই অভিষেকের মুখ থাকা উচিত। দলের একাংশকে কটাক্ষ করে বলেন, আর কাকে ভালো লাগে কীভাবে বলব? কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা। যদিও পরে রাতে ফেসবুক লাইভে এসে তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিন।
কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে বিষয়টি ভালো ভাবে নেয়নি তা এদিনের নোটিসে স্পষ্ট। তবে শো-কজ প্রসঙ্গে এখনও মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.