রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শনিবার তৃণমূলের তরফে ট্যুইটে এ কথা জানানো হয়। ঘাসফুল সূত্রে খবর, আগামী মঙ্গলবার ফেলেইরো প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন।
মেয়াদ থাকাকালীনই আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নাট্যকার অর্পিতা ঘোষ। তাঁর আসনে তৃণমূল কাকে রাজ্যসভায় পাঠায় সেদিক নজর ছিল রাজনৈতিক মহলের। বেশ কিছু ‘বড়’ নাম নিয়েও জল্পনা ছিল। অবশেষে জল্পনা সত্যি করে গোয়ার প্রাক্তন মূখ্যমন্ত্রীকে রাজ্যসভার প্রার্থী করছে তৃণমূল।
শুক্রবার তৃণমূলের তরফে ফেলেইরোর নাম ঘোষণা করে লেখা হয়, আমরা বিশ্বাস করি জাতির সেবায় তাঁর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ।
We are extremely pleased to nominate @luizinhofaleiro to the Upper House of the Parliament.
We are confident that his efforts towards serving the nation shall be appreciated widely by our people!
— All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন ফেলেইরো। বর্তমানে তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সহ-সভাপতি।
Comments are closed.