ভোট দিতে বাধা দিলে, দল থেকে বহিষ্কার; প্রার্থীদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা অভিষেকের 

আসন্ন কলকাতার পুরভোট নিয়ে এবার কড়া অবস্থান নিল তৃণমূল। শনিবার ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীদের সঙ্গে বৈঠকে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাফ জানান, পুরভোটে তৃণমূলের কোনও নেতা কর্মীর বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলে তাঁকে দলথেকে বহিষ্কার করা হবে। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জি আরও জানিয়েছেন, গণতান্ত্রিক উপায়ে রাজ্যে তৃণমূলের সরকার পক্ষমতায় এসেছে। পুরভোটেও মানুষের রায়কে সম্মান জানাতে হবে। জানা গিয়েছে, মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচারে প্রার্থীদের জোর দিতে বলা হয়েছে। 

শনিবার কলকাতা পুরভোটের রণকৌশল ঠিক করতে ১৪৪ টি ওর্য়াডের প্রার্থীদের নিয়ে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র ভবনে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পদক অভিষেক ব্যানার্জি। সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জির মতো দলের শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

এদিন বৈঠক শেষে প্রার্থী তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, যাঁরা প্রার্থী হয়েছেন, যাঁরা হননি প্রত্যেকেই একত্রে ভোটের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফিরহাদ হাকিমের বার্তা, যাঁরা টিকিট পাননি, তাঁরাও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহনমন্ত্রী এদিন আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ১০ বছরের কাজের খতিয়ান তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি ঘূর্ণিঝড় জওয়াদ মোকাবিলায় অভিষেক ব্যানার্জি দলগত ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, বলে জানান ফিরহাদ। 

 

Comments are closed.