পঞ্চায়েত ভোটে আর বেশি দিন বাকি নেই। সব ঠিক থাকলে মার্চ এপ্রিলেই ভোটের দামামা বেজে যেতে পারে। এই অবস্থায় ভোটের প্রস্তুতিতে কোনও খামতিই রাখতে চাইছে না তৃণমূল। দলীয় সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে, এবার থেকে ‘রোস্টার’ মেনে জনসংযোগ করবেন তৃণমূল নেতারা। এক্কেবারে দিনখন, সময় নিয়ে সংশ্লিষ্ট এলাকায় নেতাদের নামের তালিকা ধরে রোস্টার প্রস্তুতি করা হচ্ছে বলে খবর।
যে কোনও অফিসে, বা কোনও সংস্থায় কাজের জন্য নির্দিষ্ট ডিউটি রোস্টার তৈরি হয়। এবার সেই একই পদ্ধতিতে দলেরও কাজ করবে তৃণমূল। জানা গিয়েছে, প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগণা জেলায় এই পদ্ধতি মেনে জনসংযোগ করবেন তৃণমূল নেতারা। মূলত বনগাঁ সাংগঠনিক জেলার জন্যই এই পদ্ধতিতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা ভোটে গোটা রাজ্যে তৃণমূল ভালো ফল করলেও বনগাঁ সাংগঠনিক জেলায় বেশ কয়েকটি আসনে বিজেপি জয়ী হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সেই খামতিই পূরণ করতে চাইছে তৃণমূল। যার জন্যই জনসংযোগে বিশেষ জোর দিচ্ছে শীর্ষ নেতারা। দলীয় নেতৃত্বের দাবি, শুধু উত্তর ২৪ পরগনা জেলার জন্য ‘রোস্টার’ তৈরি করা হলেও পরে গোটা রাজ্যের জন্যই তা তৈরি হবে।
Comments are closed.