মেয়াদ বাড়ল ‘দিদির সুরক্ষা কবচের’; মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে কর্মসূচি 

দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। আগে ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারি ২৫ তারিখ পর্যন্ত চলবে কর্মসূচির কাজ। তবে তার মেয়াদ বাড়িয়ে মার্চের তৃতীয় সপ্তাহ করা হয়েছে বলে ঘাসফুল শিবির সূত্রে খবর।

সব ঠিক থাকলে, উচ্চ মাধ্যমিক মিটলেই রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়তে পারে। তার আগে আরও নিবিড় জন সংযোগ বাড়াতে চাইছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, যে কারণেই কর্মসূচির মেয়াদ ২৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে মার্চের তৃতীয় সপ্তাহ করা হয়েছে।

তৃণমূল শিবিরের খবর, এখনও পর্যন্ত প্রায় ১২০০ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করেছে তৃণমূল। ‘দিদির দূত’দের সামনে পেয়ে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে গ্রামের রাস্তাঘাট নিয়ে। এছাড়াও স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজন নিয়েও একগুচ্ছ অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের একাংশের মতে, রাজ্যের সামাজিক প্রকল্পগলোর সুবিধা আরও বেশি বেশি করে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে চাইছে দল। এছাড়াও গ্রামের সাধারণ মানুষদের অভাব অভিযোগ নিষ্পত্তি করতে বিশেষ ভাবে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়েই কর্মসূচির সাফল্য দেখে আর কিছু দিন “দিদির সুরক্ষা কবচের মেয়াদ বাড়াতে চাইছে তৃণমূল। এমনটাই দাবি শাসক শিবিরের।

Comments are closed.