লক্ষ্য ত্রিপুরা জয়। শহীদ দিবস, খেলা হবে দিবসের পর ত্রিপুরায় এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
২৮ আগস্ট TMCP-এর প্রতিষ্ঠা দিবস। ওই দিন ত্রিপুরার সমস্ত কলেজেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সমস্ত কলেজে দলনেত্রীর বক্তব্য লাইভ স্ট্রিমিং শোনানোর ব্যবস্থা করা হয়েছে।
ত্রিপুরা তৃণমূলের নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, নেত্রীর ভাষণ শোনানোর পাশাপাশি সমস্ত কলেজের সামনে তৃণমূলের দলীয় পতাকা উত্তলনের কর্মসূচি রয়েছে। শনিবারের জন্য সমস্ত প্রস্তুতি করে রেখেছেন তাঁরা।
জানা গিয়েছে, কলেজগুলিতে কর্মসূচি পালনের সঙ্গে এদিন আগরতলায় ছাত্রদের ৮ দফা দাবি নিয়ে একটি মিছিল করবে তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য এর আগে ২১ জুলাই শহীদ দিবস পালনে বাধার মুখে পড়েন ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। যদিও এরমধ্যে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি অনেকটাই শক্ত করেছে তৃণমূল। প্রতি সপ্তাহে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা আগরতলা যাচ্ছেন। ইতিমধ্যেই সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, খুব অল্প সময়েই বিপ্লব দেবের সরকারের কার্যত প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে তৃণমূল।
২০২৩ ত্রিপুরার বিধানসভা নির্বাচন। বিপ্লব দেবের সরকারকে উৎখাত করতে এখন থেকেই যে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির তা তাদের লাগাতার কর্মসূচিতে স্পষ্ট।
Comments are closed.