আগামী ২৫ জুলাই দেশের ১৫তম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে।তাই শুক্রবার দিল্লিতে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার চলছে ভোটগণনা।সকাল ১১টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি ভোটের গণনা। এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। সামগ্রিক পরিস্থিতির বিচারে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর দ্রৌপদী মুর্মুর জয়ের পর তাঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
দ্রৌপদী মুর্মর জয় নিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে। রাজ্যেও বিজেপির নেতা কর্মীরা আনন্দে মেতে উঠেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলও করেন।
Comments are closed.