পিছু হঠল কেন্দ্র, পাঁচ রাজ্যের ভোটের মুখে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

কৃষকদের আন্দোলনের মুখে অবশেষে পিছু হঠল মোদী সরকার। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলনরত কৃষকদের কাছে অনুরোধ করবো আপনারা ঘরে ফিরে যান। আজকের এই পবিত্র দিনে কাউকে দোষারুপ করার সময় নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা দেন প্রধানমন্ত্রী। 

আন্দোলনরত কৃষকদের ক্ষেতে ফিরে যেতেও আবেদন করেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের উদ্দেশ্যে সৎ ছিল। কিন্তু কৃষি আইনের গুরুত্বের কথা সরকার কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সেপ্টম্বরে সংসদে বিতর্কিত তিনটে আইন পাশ হয়। কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ান, উত্তরপ্রেদেশ, রাজস্থানে তুমুল বিক্ষোভ শুরু করে কৃষকেরা। দীর্ঘ এক বছরের আন্দোলনের চাপে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। 

রাজনৈতিক কারবারিদের একাংশের বক্তব্য, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে কৃষি আইন প্রত্যাহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ রাজধানীতে আন্দোলনরত কৃষকদের একটি বড় অংশ পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা। আর আগামী বছর এই দুটি রাজ্যেই রয়েছে বিধানসভা নির্বাচন।   

Comments are closed.