বুধবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে নৈশকালীন বিধিনিষেধ। পুজো উপলক্ষ্যে ছাড় দেওয়া হয়েছিল নৈশকালীন বিধিনিষেধ। বল হয়েছিল ২০ তারিখ পর্যন্ত থাকবে না নৈশকালীন বিধিনিষেধ। সেইমত বুধবার থেকেই ফের চালু নৈশকালীন বিধিনিষেধ।
পুজোর সময় থেকেই ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা সংক্রমণের হার। তাই এবার সংক্রমণ ঠেকাতে তৎপর রাজ্য সরকার। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন বুধবার রাত থেকেই পুনরায় নৈশকালীন বিধিনিষেধ কার্যকর হবে রাজ্যজুড়ে। এছাড়া বাতিল করা হয়েছে সব পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি।
মঙ্গলবারই প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে তিনি রাজ্যে টিকাকরণ বাড়ানোর নির্দেশ দেন।
Comments are closed.