ভরা কোটালের জেরে প্লাবনের আশঙ্কা, রাজ্যজুড়ে সতর্কতা জারি

ভরা কোটালের জের। দুইবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ভরা কোটালের ফলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে ভরা কোটাল অন্যদিকে পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমের উপর দিয়ে গিয়েছে। ফলে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও হতে পারে বৃষ্টি।

ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে।

Comments are closed.